সন্ত্রাসের পথে ভোটের আগে থেকেই হেঁটে আসছে গেরুয়া শিবির৷ ভোট মিটলেও বাংলার বুকে অব্যাহত গেরুয়া সন্ত্রাস৷ বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে তৃণমূলের ওপর৷ এবার ঘাটালের ম্যারিচায় তৃণমূলের পার্টি অফিসে হামলা চলানোর অভিযোগ উঠল বিজেপি–র বিরুদ্ধে।
শনিবার রাতে ঘাটালের ৫ নম্বর বীরসিংহ পঞ্চায়েতের ম্যারিচায় তৃণমূলের অফিসে ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে একটি মিটিং ছিল। সেই সময় অতর্কিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি–র দিকে। অাহত হয়েছেন তৃণমূলের ৬ জন। তাঁদের ঘাটাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃণমূলের ঘাটাল ব্লকের সভাপতি দিলীপ মাঝি জানান, লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই গোটা ঘাটাল মহকুমা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ চালাচ্ছে বিজেপি। সঙ্গী হিসেবে পেয়েছে সিপিএমের হার্মাদদের। মানুষ এই জিনিস ভাল চোখে দেখছেন না।’ তৃণমূলের অভিযোগ বাংলার শান্তি নষ্ট করতেই এহেন কার্যকলাপ ঘটিয়েই চলেছে বিজেপি৷
এই হামলায়গুরুতর আহত হয়েছেন ম্যারিচায় বুথের তৃণমূলের সভাপতি পরেশ বর। তাঁর মাথায় চোট লাগে।
তিনি বলেন, ‘২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহিদ দিবসের সভায় দলীয় কর্মী–সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য পার্টি অফিসে মিটিং চলছিল। অতর্কিতে বিজেপি–র কর্মী–সমর্থকেরা এসে হামলা চালায়। তারাই এক সময় সিপিএম করত। দলে প্রায় ২৫–৩০ জন ছিল। সকলের হাতেই ছিল লাঠি, বাঁশ। আমাদের মারধর করে। চলে যাওয়ার আগে দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। চেয়ার, টেবিল, টিভি, আলমারি সব ভেঙে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর ছবি লাগানো ফ্লেক্স, ব্যানার, ফেস্টুন সব ছিঁড়ে ফেলা হয়। আধঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর পালিয়ে যায় গেরুয়া বাহিনী। এরপর গ্রামের বাসিন্দারা আহত তৃণমূল নেতা–কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।’