বলি পাড়ায় তাঁর বয়েস সবে পাঁচ। এরই মধ্যে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন দঙ্গলখ্যাত জায়রা ওয়াসিম। নিজেই সে কথা জানিয়েছেন নিজের ইন্সটাগ্রামে। তবে খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে সোনালী বোসের দ্যা স্কাই ইজ পিঙ্কে। স্কাই ইজ পিঙ্কে জায়রা ছাড়াও রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রোহিত সরাফ প্রমুখ।
তিনি লিখেছেন, “এই পাঁচ বছরে আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে। অভিনেত্রী পরিচয়ে আমি খুশি। সবার ভালোবাসা পেয়ে আমি খুবই আপ্লুত। তবে আমি ভেবে দেখলাম, আমার জন্য এই দুনিয়া নয়। সারা জীবন ধরে অভিনয়টা আমি করতে পারব না। হয়তো অনেক কিছু পেয়েছি, কিন্তু হারিয়েছি অনেক বেশি। ধর্মীয় ভাবাবেগ আমায় আঘাত দিয়েছে। সুতরাং সিদ্ধান্ত নিলাম আর নয়”।