সব লড়াইয়ের অবসান ঘটিয়ে আফগানদের ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল পাকিস্তান। হেডিংলেতে এদিন প্রথমে ব্যাট করে ২২৭ রান করে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
পাকিস্তানের তরুণ তুর্কি শাহীন আফ্রিদি গত ম্যাচের মতো চমক দেখান এই ম্যাচেও। ৪৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ইমাদ ওয়াসিম এবং ওয়াহাব রিয়াজ দুজনেই ২ উইকেট করে তুলে নেন।
রেহমত শাহ এবং গুলবদন নাইবের ওপেনিং জুটি এদিন নড়বড়েই দেখাচ্ছিল। মাত্র ১৫ রান করে আউট হয়ে যান গুলবদন এবং রেহমত ৩৫ রান করে ফিরে যান। হসমতুল্লা শাহিদি আজ বিরাট নিরাশ করেন। শূন্য রানেই ফিরতে হয় তাঁকে। উইকেট কিপার ইকরাম আলি খিল এবং অসগর আফগানের জুটি কিছুটা রান দেয় দলকে। ইকরাম যদিও ২৪ করে আউট হয়ে যান। অন্যদিকে অসগরের ব্যাট থেকে উঠে আসে ৪২ রান। নাজিবুল্লা জাদরানও এদিন ঝোড়ো ব্যাটিং করে ৪২ রান করেন। আর তাদের দুজনের সৌজন্যেই এদিন ২২৭ রান তোলে আফগানরা।