আজ রবিবাসরীয় বিশ্বকাপ ম্যাচে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘গেরুয়া’ জার্সি পরে মাঠে নামবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ পুরোপুরি গেরুয়া বলা ভুল। নীল রঙ ও আছে জার্সিতে। তবে গেরুয়ার আধিপত্য বিস্তার করে আছে। শনিবার নতুন জার্সি গায়ে পোজ দেন বিরাট-ধোনিরা৷ এবারের বিশ্বকাপে এই প্রথমবার অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামবে কোহলি অ্যান্ড কোং৷
নতুন জার্সিতে রবিবার এজবাস্টনে টিম ইন্ডিয়া চিরাচরিত ‘মেন ইন ব্লু’ পরিবর্তে হয়ে উঠবে ‘মেন ইন স্যাফরন’৷ বিরাটদের অ্যাওয়ে জার্সির সামনের দিকে ব্লু রঙের আধিক্য থাকলেও পিঠের দিক ও হাত পুরোটাই গেরুয়া রঙে ঢাকা। এই জার্সি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় বয়ে গেছে দেশ জুড়ে। রাজনীতির রঙ লেগেছে টিম ইন্ডিয়ার গায়ে। এমন অভিযোগ তুলেছিলেন দেশের বিরোধীদলগুলিও।
পিছিয়ে ছিল না দেশের জনগণও। সোশ্যাল মিডিয়াতে তাঁরাও এই জার্সি নিয়ে ট্রোল করেছে। তবে ভারতীয় দলের হয়ে এই প্রথম জার্সি সম্পর্কে মুখ খুললেন অধিনায়ক বিরাট কোহলি। শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, “একটা ম্যাচের জন্য এই জার্সি ঠিক আছে৷ মনে হয় না, স্থায়ীভাবে এই জার্সি আমাদের পড়তে হবে৷ কারণ ব্লু-ই আমাদের কালার৷ এটা পরে আমরা গর্বিত৷ এক্ষেত্রে এই পরিবর্তনটা মেনে নিতে হবে৷”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন গেরুয়া জার্সিকে ১০-এর মধ্যে ৮ মার্কস দেন বিরাট৷ কোহলি বলেন, “জার্সিটা মন্দ নয়৷ বোর্ডের যেটা ঠিক মনে হয়েছে করেছে৷ তবে আমি নতুন এই জার্সিকে ১০-এর মধ্যে ৮ দেব৷ আর আশা করব, পরের ম্যাচ থেকেই আমরা চিরপরিচিত নীল জার্সিতে ফিরবো।” তাঁর এই কথাতেই পরিষ্কার, এই নতুন জার্সির রঙ মেনে নিতে পারেননি ভারত অধিনায়ক৷