আজ সকালে ব্যান্ডেল স্টেশনে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল রবিবার ২৪ ঘন্টার বনধের ডাক দিল জেলা তৃণমূল নেতৃত্ব। চুঁচুড়ায় এই বনধ পালিত হবে বলে তৃণমূল জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে। তবে এই বনধের আওতা থেকে সমস্ত জরুরি পরিষেবাকে বাদ দেওয়া হয়েছে।
বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, “বিজেপি যাতে চুঁচুড়াকে ভাটপাড়া না বানাতে পারে সেজন্যেই এই বনধের ডাক দেওয়া হয়েছে। তবে জোর করে নয়, মানুষকে এলাকায় শান্তি রাখার জন্যেই এই বনধে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি আমরা।”
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছেন কর্মীরা। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীদের। আজ শনিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ব্যান্ডেল স্টেশনে। এদিন সকালে ব্যস্ত সময়ে ব্যান্ডেল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা। সেই সময়েই ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ।
আক্রান্ত ওই ব্যক্তির নাম দিলিপ রাম। স্থানীয় এক পঞ্চায়েতের প্রধান হচ্ছেন গুলিবিদ্ধ ওই ব্যক্তির স্বামী তিনি। ব্যান্ডেল এলাকার তৃণমূলের সংগঠনের রাশ ছিল তাঁর হাতেই। শুধু তাই নয়। জানা গিয়েছে, গুলিবিদ্ধ ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিশেষ ঘনিষ্ঠ। বিধায়কের ডান হাত বলেও এলাকায় পরিচিত ছিল। এই ধরনের নেতার গুলিবিদ্ধ হওয়ার বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল নেতৃত্ব।