স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা এসএসকেএম, এনআরএসের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল যৌথ ভাবে পরিদর্শন করলেন। শুক্রবার সেখানে যান ন্যাশনালের দায়িত্বে থাকা এবং কলকাতার মেডিক্যাল কলেজগুলোর নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার সঞ্জয় বনশল, কমব্যাট ফোর্সের ডিসি নবিন্দর সিং। সকাল ১১ টা থেকে বেলা ২ টো পর্যন্ত তারা সেখানে ছিলেন। জরুরি বৈঠকে জরুরি কিছু প্রস্তাবও দেন। ন্যাশনাল সূত্রের খবর, বিপজ্জনক কোনো পরিস্থিতি তৈরি হলে তার বার্তা হাসপাতালের সর্বত্র পৌঁছানোর জন্য ‘ইউনিভার্সাল কালার কোড’ চালু করার প্রস্তাব হাসপাতাল দিলে তাতে সম্মতি দেন আধিকারিকরা৷ হাসপাতালের চিকিৎসক, নার্স, নিরাপত্তা রক্ষী-সহ সমস্ত কর্মী নির্দিষ্ট ওই রঙের কোড সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন।
