মমতার আমলে কর্মসংস্থান তৈরিতে যে এগিয়ে বাংলা, সে তথ্য সামনে এসেছিল আগেই। এবার জানা গেল, এ রাজ্যের আইটিআই কলেজ থেকে যাঁরা পাশ করছেন, ইতিমধ্যেই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তাঁদের ৯০ শতাংশের কর্মসংস্থান হয়েছে। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এ কথা জানিয়েছেন রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসু। তৃণমূলের নার্গিস বেগম আইটিআই কলেজের বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, এখন সরকারি আইটিআই কলেজ আছে ১২৮টি। বেসরকারি কলেজও আছে। পরের বছর আমাদের আরও আইটিআই কলেজ করার পরিকল্পনা রয়েছে। প্রশিক্ষকদের বেশ কিছু শূন্যপদ রয়েছে, সেগুলির পূরণ করার চেষ্টা হচ্ছে। এর জন্য পাবলিক সার্ভিস কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
