এলাকায় শান্তি ফেরাতে ভাটপাড়া সফর সারল তৃণমূলের পরিষদীয় প্রতিনিধিদল। মন্ত্রী সুব্রত মখোপাধ্যায়ের নেতৃত্বে এই দলে ছিলেন হাফ ডজন মন্ত্রী সহ মোট ৮ জন৷ এলাকায় মিছিলের পাশাপাশি তাঁরা কথা বলেন স্থানীয়দের সঙ্গে৷ আবেদন জানান এলাকায় শান্তি বজায় রাখার৷ পরে বারাকপুরের কমিশনারের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী-সহ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা৷
বৈঠক শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কেন্দ্রীয় শাসক দল বহিরাগতদের সাহায্যে এঅ অঞ্চলে অশান্তি জারি রেখেছে৷ বহিরাগত দুষ্কৃতীরা আসছে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে৷ পুলিশকে বলেছি দুষ্কৃতীদের ধরতে৷ অনেক বন্দুক, বারুদ সহ অস্ত্র মজুত রয়েছে৷ সেগুলিকে উদ্ধারের কথাও জানানো হয়েছে৷’ পুলিশকে দ্রুত শান্তি ফেরানোর আবেদন জানান তৃণমূল পরিষদীয় দলের প্রতিনিধিরা৷ মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, ‘আমরা লক্ষ্য রাখব কী হচ্ছে৷ ফের একসপ্তাহ পর আসব৷ পুলিশ কী করল তা বোঝা যাবে’৷
এদিন সকাল থেকেই ভাটপাড়া-কাঁকিনাড়ায় নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। তৃণমূলের প্রতিনিধিদের সফর ঘিরে কোথাও অশান্তির কোনও খবর মেলেনি।