লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবার পর থেকেই স্থগিত ছিল যাবতীয় সরকারি প্রকল্পের কাজ। তাই ভোট মিটতেই আবার শুরু হচ্ছে সেই সমস্ত কাজ। যেমন লোকসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল কৃষকবন্ধু প্রকল্পে চাষিদের চেক দেওয়ার কাজ৷ ভোট মরশুম যেতেই এবার চেক তুলে দেওয়ার কাজ শুরু হল ফের৷
প্রসঙ্গত, নির্বাচনের আগে বিভিন্ন জেলার কৃষকদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহের কাজ শুরু হয়৷ যে সমস্ত কৃষক আবেদন করেছে তারা বছরে দুবার আড়াই হাজার টাকা করে কৃষি কাজের জন্য রাজ্য সরকারের তরফে চেক পাবেন বলে জানা গিয়েছে৷ পূর্ব ঘোষণা মতো কৃষকদের প্রথম দফার টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। শুক্রবার নন্দকুমার ব্লকের ব্যবত্তারহাট পশ্চিম এলাকার ২৪০০ জন এবং শীতলপুর পশ্চিম এলাকার ২২০০ জন কৃষকদের হাতে চেক তুলে দেওয়া হয়৷
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, পঞ্চায়েত সমিতির সভাপতি দীননাথ দাস, ব্লক সহ কৃষি অধিকর্তা দীপক মন্ডল সহ অন্যান্যরা। রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের চেক পেয়ে খুশি নন্দকুমার ব্লকের কৃষকরা। তাঁরা সকলেই মুখ্যমন্ত্রীর এ হেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।