ভালবাসার পরিবর্তে ভালবাসা দরকার। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াই যায়। কিন্তু ভালোবাসার চেয়ে বড় আর কিছু হয় না। শুক্রবার বিধানসভায় জুনিয়ার ডাক্তারদের ইস্যুতে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এদিন মমতা আবারও চিকিৎসকদের মারধরের বিষয়ে তীব্র সমালোচনাও করেন।
এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজীব সিনহা বেসরকারি হাসপাতাল নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। বেসরকারি হাসপাতালগুলি চাইলে রাজ্য সরকার সাহায্য করবে। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা দূর থেকে আসেন তাঁদের সঙ্গে মিষ্টি ব্যবহার করা উচিৎ। আর রোগীর অত্যাধিক চাপে অনেক সময়ে তা হয় না’। সেই কারণে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘এই সমস্যার সমাধানের জন্য কাউন্সেলিং প্রয়োজন, তারও চেষ্টা করছে রাজ্য সরকার’।
এদিন ফের একবার বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০০৪ সালে গুজরাতে চিকিৎসকদের বলপূর্বক কাজে যোগ দিতে বাধ্য করে এসমা জারি করে ছিল বিজেপি সরকার। একই কাজ রাজস্থানেও করেছিল বিজেপি। আপ করেছিল দিল্লীতে। কিন্তু তিনি তা করেননি। মমতা বলেন, ভালোবাসার পরিবর্তে ভালোবসা দরকার। শাস্তিমূলক ব্যবস্থা তিনি চাইলে নিতেই পারতেন, কিন্তু তিনি বলেন, ভালোবাসার থেকে বড় কিছু হয়না। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আবারও চিকিৎসকদের মারধরের বিষয়ের তীব্র সমালোচনাও করেন।