লোকসভা ভোটে বাংলায় কিছুটা আসন বৃদ্ধি পেতেই যেন সাপের পাঁচ পা দেখেছে গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় সন্ত্রাস অব্যাহত রেখেছে বিজেপি। রাজ্য জুড়ে বিজেপির সন্ত্রাস ও হাওড়া পুরনিগমে বারবার বিজেপির বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে বুধবার দুপুরে হাওড়া পুরনিগমের প্রধান কার্য্যালয়ের সামনে বিক্ষোভ সভা করল তৃণমূল পরিচালিত আইএনটিটিইউসি। ওই বিক্ষোভ সভায় হাজির ছিলেন বিদায়ী পুরবোর্ডের মেয়র পারিষদ, কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই সভায় প্রাক্তন মেয়র পারিষদ জানালেন, বিজেপি কাউন্সিলরদের ওয়ার্ডেই সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে।
প্রাক্তন মেয়র পারিষদ অরুণ রায়চৌধুরী এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, পুরসভায় বিজেপির আক্রমণের প্রতিবাদেই এই সভা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা আসছে না বলে কিছু পুরকাজে অসুবিধা হচ্ছে। তৃণমূল নেতারা এই সবের মধ্যেও উন্নয়নের ধারা অব্যাহত রাখছেন।
প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র অভিযোগ করেন, হাওড়া পুরসভার যাঁরা বিজেপি কাউন্সিলর ছিলেন তাঁদের ওয়ার্ডে বেশি বেআইনি বাড়ি নির্মাণ হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই পুর পরিষেবা বেহালের অভিযোগ তুলে হাওড়া পুরসভা দখল করতে এসেছিল বিজেপির যুব মোর্চা। সেই অভিযানে হাওড়া পুরসভায় ধুন্ধুমার কান্ড ঘটেছিল। পুলিশ সেখানে জলকামান ব্যবহার করতে বাধ্য হয়। নামানো হয় র্যাফ। এছাড়াও বিভিন্ন সময় হাওড়া পুরসভায় বিজেপির নানা অভিযানের বিরুদ্ধে এদিন এই প্রতিবাদ সভা হয়।
প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা জানান, হাওড়া পুরসভার শান্তিশৃঙ্খলা ব্যাঘাত ঘটাচ্ছে বিজেপি। তাই সেখানে যাতে শান্তিশৃঙ্খলা ফিরে আসে সেই জন্যই এই প্রতিবাদ সভা। গতকালের সভায় প্রতিটি বক্তারা বলেন, “গণতন্ত্রকে হত্যা করে বারবার হাওড়া পুরসভায় আক্রমণ করছে একটি রাজনৈতিক দল। পুরসভায় ঢুকে তারা নষ্ট করছে সরকারি সম্পত্তি।যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা”।