বাংলার ক্ষমতায় এসে কৃষকদের উন্নতিতে নজর দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের জন্যে একাধিক পদক্ষেপ নিয়েছেন মমতা। যার মধ্যে কৃষকবন্ধু প্রকল্প অন্যতম। এবার কৃষকদের স্বার্থে বাংলা শস্য বীমা প্রকল্প আনতে চলেছে মমতার সরকার।
এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার সহযোগিতায় ২০১৯ সালের খারিফ মরশুমের জন্য একটি ফসল বীমার ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম বাংলা শস্য বীমা। এই বীমার উপকার পাবে ১৫টি জেলা। জেলাগুলি হল, দার্জিলিং, কালিম্পং, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মালদা, হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।
মূলত প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষকদের রক্ষার পাশাপাশি বাজারের অবস্থা বেসামাল হলেও যাতে কৃষকদের আয়ের কোনও ক্ষতি না হয়, এটাই এই বীমার উদ্দেশ্য। বপন, কৃষি কালীন, ছাটাইয়ের পর যখন ধান শুকোনো হয়, আবহাওয়ার জন্য শস্য খারাপ হলে পাওয়া যাবে বীমার টাকা। যেসব কৃষক ঋণ নিয়েছেন বা ঋণের আবেদন করেছেন, তাদের জন্য এই বীমা বাধ্যতামূলক। এছাড়া সব কৃষক এই বীমার জন্য আবেদন করতে পারবে।
বীমাযোগ্য ফসল গুলি হল আমন ধান, আউশ ধান, পাট ও ভুট্টা। আমন ধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, বাকি শস্যের ক্ষেত্রে বীমা করবে সংশ্লিষ্ট ব্লক প্রশাসন এই বীমা করবে। এই প্রকল্পে নথিভুক্ত হওয়ার জন্যে ৩১ অগাস্ট, ২০১৯ তারিখের মধ্যে সমস্ত নথি জমা করতে হবে।