অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে আবারও এগিয়ে বাংলা। এবার অপরাধ দমন, অপরাধীদের ধরা, তদন্ত ও আইন-শৃঙ্খলা বজায় রাখার নিরিখে দেশের সকল পুলিশ স্টেশনের মধ্যে তৃতীয় স্থান অর্জন করল মুর্শিদাবাদের ফরাক্কা। মঙ্গলবার ২০১৮-র এই তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
প্রসঙ্গত, দেশের মোট ১৫,৬৬৬টি থানার ওপর এই সমীক্ষা চালানো হয়। থানাগুলির পরিকাঠামো এবং নাগরিকদের মতামতের ওপর ২০ শতাংশ ওয়েটেজ রাখা হয়। আইন-শৃঙ্খলা বজায় রাখা ছাড়াও এই সমীক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের জন্য পৃথক হেল্প ডেস্ক ও চাইল্ড কেয়ার রুম রয়েছে কিনা, তার ওপর। দেখা হয়েছে থানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা, সিসিটিভি ও অক্সিজেন সিলিন্ডার মজুত আছে কিনা, তা-ও।
জানা গেছে, ফরাক্কা থানার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জিমন্যাসিয়াম ও খেলার মাঠ নজর কেড়েছে সমীক্ষকদের। তার ভিত্তিতেই ফরাক্কা থানাকে সেরা তিনের মধ্যে বেছে নিয়েছে খোদ কেন্দ্রই। উল্লেখ্য, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবারই অভিযোগ তুলতে দেখা গিয়েছে বিজেপিকে। কিন্তু এবার খোদ তাদের নেতৃত্বাধীন সরকারের সমীক্ষা রিপোর্টেই ধরা পড়ল বাংলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উজ্জ্বল চিত্র।