বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মকেই সম্মান করেন। তাঁর কাছে সকলেই সমান। আর তাঁর সৈনিকেরাও তাঁরই মত। তাই বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন, “ আমাদের কাছে সকলে এক। শুধু বিশেষ কাউকে তোয়াজ করি না আমরা”।
ফিরহাদ হাকিম দাবি করেন, “তারকেশ্বরে ও অনেক উন্নয়ন হয়েছে। আমরা সর্ব ধর্ম বিশ্বাস করি, এটা ওদিকে যারা বসে বিশ্বাস করে না। এখানে অনেকেই তোয়াজের কথা বলেন। অনেকেই বলেন, আমরা নাকি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে তোয়াজ করি। তাঁদের বলে রাখি, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করেছি। ভোগঘর হচ্ছে। তাঁরা একবার সেটা দেখুন।”
ওয়াকফ বোর্ডের মতোই রাজ্যের মন্দিরহগুলোর জন্য কোনও কমিটি গঠন করা যায় কিনা, এদিনের অধিবেশনে তার প্রস্তাব ওঠে। ফিরহাদ বলেন, “এটা আমার দফতর না তাও দেখব আমরা, কী করা যায়।” খুব তাড়াতাড়ি কালীঘাটেও স্কাইওয়াক হবে বলে জানান তিনি। এদিন বিধানসভায় দাঁড়িয়েই ফিরহাদ বলেন, “কোনও ধর্মকে তোয়াজ করি না আমরা। বাংলার ঐক্যে বিশ্বাস করি। এটাই আমাদের ঐতিহ্য।”