সঠিক সময়ে বাংলায় আসেনি বর্ষা। দক্ষিণবঙ্গে প্রতি বছর ৮ জুন বর্ষা আসে। সেখানে প্রায় দশদিন পেড়িয়ে গেছে, এখনো আসেনি বর্ষা। গোড়ায় দু’-একদিন বর্ষা ছন্দে থাকলেও, এখন তার তাল কেটেছে। নিম্মচাপের কারণে বাংলায় দু’দিন বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু তারপর আর বৃষ্টির তেমন কোনও খবর নেই।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা আছে। তার হাত ধরে বৃষ্টি আসবে দক্ষিণের জেলাগুলিতে। চলতি মাসের ২৭, ২৮ ও ২৯ তারিখে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বর্ষা আসতে জুলাই হতে পারে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে খবর, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনও খবর নেই। চড়া রোদ আর আপেক্ষিক আর্দ্রতার কারণে গরম বাড়ছে।
