সন্ত্রাসের পথ কিছুতেই ছাড়তে চাইছে গেরুয়া শিবির। প্রত্যেক দিন কোনও না কোনও জায়গায় শোনা যাচ্ছে তৃণমূলের ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলার কথা। এবার দলীয় পতাকা লাগানোর অপরাধে এক তৃণমূল কর্মীকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। আহত ওই তৃণমূল কর্মীর নাম শেখ সাবির।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুর সিনেমাতলায়। সাবিরের বাড়ি খানাকুলের বালিপুরে। তবে তিনি গুজরাটের আমেদাবাদে জরির কাজ করেন। বাড়ি খানাকুলের বালিপুরে। দীর্ঘদিন ধরেই সাবির তৃণমূলের সঙ্গে যুক্ত। তাই গ্রামে ফিরলেই তৃণমূলের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। এদিন দলের পক্ষ থেকে কয়েকজন কর্মী দলীয় পতাকা লাগাচ্ছিলেন। তখনই বিজেপি আশ্রিত ৮ জন দুষ্কৃতী সেখানে চড়াও হয়। সঙ্গে থাকা অন্য তৃণমূল কর্মীরা প্রাণ ভয়ে দৌড়ে পালায়। কিন্তু সাবির তখন একটি দোকান ঘরের মাথায় উঠে পতাকা লাগাচ্ছিলেন। ফলে তিনি নিচে নেমে পালাতে পারেননি। তখন ওই দুষ্কৃতীরা ধারাল বঁটি ছুড়ে সাবিরের মাথায় মারে। সাবিরের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তিনি ওপর থেকে নিচে পড়ে যান। তখন ওই দুষ্কৃতীরা তাঁকে কিল, চড়, ঘুষি, লাথি মারতে থাকে। এরপর এলাকার মানুষ ছুটে এলে তারা পালিয়ে যায়। স্থানীয় মানুষ ও পরিবারের লোক তাঁকে শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। পরে সেখান থেকে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর মাথায় ১২টি সেলাই দিতে হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। ঘটনার পরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।