আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলছে ইংল্যান্ডের। যেখানে হারলে বিশ্বকাপ সেমিফাইনালের রাস্তা কিছুটা কঠিন হয়ে যাবে অইন মর্গ্যানের দলের। দুই দলই আজ জিততে মরিয়া।
এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল ইংল্যান্ডকে৷ টস জিতে ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যান প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়াকে৷ অজি অধিনায়ক ফিঞ্চও টস জিতলে মেঘাচ্ছন্ন পরিবেশে বোলিং করতেন বলে জানালেন৷ তবে শুরুতে ব্যাট করতে হওয়ায় হতাশ নন বলেও মন্তব্য করেন তিনি৷ এই প্রতিবেদন লেখার সময়ে ৩০.৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ১৬৬। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়েছে।
অস্ট্রেলিয়া তাদের শেষ ম্যাচের দলে দু’টি পরিবর্তন করেছে৷ বোলিং অল-রাউন্ডার ন্যাথন কুল্টার-নাইলকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিশেষজ্ঞ পেসার জেসন বেহরেনডর্ফকে৷ লেগ-স্পিনার অ্যাডাম জাম্পাকে রিজার্ভ বেঞ্চে পাঠিয়ে দলে নেওয়া হয়েছে আর অফ-স্পিনার নাথন লায়নকে৷