বুকে ব্যথা নিয়ে হাসপাতেল ভর্তি হলেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা৷ ইতিমধ্যেই একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি৷ এবার লারার অসুস্থতা বা শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নির্দিষ্ট কিছু জানানো হয়নি৷
হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তাঁর অ্যাঞ্জিওগ্রাফি করেন। কিন্তু অ্যাঞ্জিওগ্রাফি রিপোর্টে কোনও কিছু ধরা না পড়ায় চিকিৎসকরা আর অ্যাঞ্জিওপ্লাস্টি করেননি। জানা গিয়েছে, এই মুহূর্তে হাসপাতালেই ভর্তি আছেন তিনি। আপাতত চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন।
চলতি আইসিসি বিশ্বকাপে বিশেষজ্ঞের ভূমিকা পালণ করছেন ক্যারিবিয়ান কিংবদন্তি৷ সেই সূত্রে তিনি মুম্বইয়ে রয়েছেন৷ মুম্বইয়ের এক হোটেলে মঙ্গলবার বিশ্বকাপের ব্রডরাস্টারদের তরফে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল লারার৷ অনুষ্ঠানের ঠিক আগেই বুকে ব্যথা অনুভব করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক৷ তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী গ্লোবাল হাসাপাতালে ভর্তি করা হয়।
বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম লারা ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন৷ সেবছর ২১ এপ্রিল ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি৷ খেলা ছাড়ার সময় তিনিই ছিলেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রহাকারী৷ পরে সচিন তেন্ডুলকর চাপিয়ে যান লারাকে৷