ভোট মিটেছে বেশ কিছুদিন হল। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আর কোনও সরকারি কাজ করা যায়নি। ভোট শেষ হতেই এবার জেলায় জেলায় উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে প্রশাসন।
নির্বাচন-পরবর্তীতে জেলার উন্নয়নের কাজে জোর দিতে ২৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে মালদহ জেলা প্রশাসন। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বরাদ্দ হওয়া ওই টাকা ব্লক ভিত্তিক বরাদ্দ করে দিয়ে স্থানীয় উন্নয়নের উপরে জোর দেওয়ার রূপরেখা তৈরি করা হয়েছে। রাস্তা থেকে পানীয় জল, বিদ্যুৎ থেকে কালভার্ট, যে ব্লকে যে সমস্যার সমাধান আশু প্রয়োজন তানিয়ে প্রকল্প তৈরি করে কাজে নামার নির্দেশ জেলা প্রশাসনের কর্তারা দিয়েছেন। দ্রুততার সঙ্গে কাজ করতে ইতিমধ্যেই একাধিক লোকে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের দাবি, নির্বাচন প্রক্রিয়ার জন্য দীর্ঘদিন উন্নয়ন কাজ সেভাবে করা যায়নি। সেই ক্ষতিপূরণ করতেই এক লপ্তে পাওয়া এই টাকায় দ্রুত উন্নয়নের কাজ করে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত প্রায় জানুয়ারি মাস থেকে লোকসভা নির্বাচন এবং মালদহ বিধানসভা উপনির্বাচনের প্রেক্ষিতে উন্নয়নের কাজ সেভাবে করা যায়নি। কিন্তু সেই সময় জেলা প্রশাসন জেলা জুড়ে একাধিক উন্নয়নের পরিকল্পনা তৈরি করে রেখেছিল বস্তুত তারই প্রেক্ষিতে সম্প্রতি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মালদহ জেলার জন্য ২৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই বরাদ্দ হাতে পাওয়ার পরই জেলার সমস্ত ব্লক ধরে ধরে প্রাথমিক চাহিদার ভিত্তিতে উন্নয়নের কাজ শুরু করার পরিকল্পনা নিয়ে জেলা প্রশাসন মাঠে নেমে পড়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার মোট ১৫টি ব্লকের জন্য উন্নয়নের কাজ করতে চেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এর কাছে টাকা চাওয়া হয়েছিল। সেই হিসেবে জেলার ১২টি ব্লক এর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর দু কোটি টাকা করে মোট ২৪ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রাথমিক পর্বের কাজ শেষ করলে দ্বিতীয় দফায় আরো টাকা পাওয়ার আশ্বাসও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর দিয়েছে জেলা প্রশাসন বরাদ্দকৃত এই টাকায় ব্লকের অত্যাবশ্যকীয় এবং প্রাথমিক চাহিদাগুলো পূরণ করার উপর জোর দিতে চেয়ে কাজ শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ব্লকের কাজের জন্য পরিকল্পনা তৈরি করে টেন্ডার ও করা হয়ে গিয়েছে।
শাসক দলের মালদহ জেলা সভাপতি মৌসম বেনজির নূর বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মালদহ জেলার উন্নয়নের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে চাইছেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের টাকা ইতিমধ্যে জেলা প্রশাসন কাজ শুরু করেছে। আরো বেশ কিছু দপ্তরের কাছ থেকে আমরা উন্নয়নমূলক কাজের জন্য টাকার বরাদ্দ পাব। জেলা জুড়ে একটি সংগঠিত, দৃষ্টান্তমূলক, বিপুল উন্নয়নে কর্মযজ্ঞ শুরু করা হচ্ছে। মানুষ অতি দ্রুত এর সুফল পাবে।