সোমবার বিকালে পূর্ব বর্ধমানের আউশগ্রামে একটি শান্তি মিছিলের আয়োজন করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ অভিযোগ, সেই মিছিল শুরুর আগেই শাসকদলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় বিজেপি৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের ওপর হামলা, এ যেন গেরুয়া শিবিরের নিত্যনৈমিত্তিক রুটিন হয়ে গেছে।
সূত্রের খবর, হামলায় আহত হয়েছেন শাসকদলের তিন কর্মী। হেনস্তার শিকার হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। পুরো ঘটনাটি বিজেপির ষড়যন্ত্রে হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের৷ আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মুস্তাক শেখের অভিযোগ, ‘‘বিভিন্ন গ্রাম থেকে যখন আমাদের কর্মীরা আউশগ্রাম বাজারের দিকে আসছিলেন৷ তখন বাঁশ, লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায় বিজেপি আশ্রিত ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতী৷ কর্মীদের উপর চড়াও হয় তারা। ব্যাপক মারধর করা হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। বাকিরা প্রাণ বাঁচাতে ছুটে পালায়।”
ঘটনায় জখম তিনজন তৃণমূল কর্মীকে বননবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয়। যদিও শাসকদলের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ পুলিশ অভিযুক্তদের খুঁজছে।