এর আগে জোর করে ‘জয় শ্রীরাম’ বলিয়ে এক মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল আসামের বরপেটায়। বাদ যায়নি ঝাড়খন্ড এবং দেশের রাজধানী দিল্লীও। তবে এবার আর উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ড নয়। এবার ‘ভক্ত’দের তাণ্ডবের সাক্ষী থাকল মহানগর। প্রকাশ্যে এল খাস কলকাতার পার্ক সার্কাসে রামভক্তদের হাতে এক মুসলিম যুবকের আক্রান্ত হওয়ার খবর। অভিযোগ, ‘জয় শ্রীরাম’ বলতে রাজি না হওয়ায় ওই মুসলিম যুবককে ট্রেন থেকে নামিয়ে দেওয়াও হয়। তাঁর নাম হাফিজ মহম্মদ শাহরুখ হালদার।
প্রসঙ্গত, পেশায় মাদ্রাসা শিক্ষক দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর বাসিন্দা। গত বৃহস্পতিবার তিনি কোনও কাজে হুগলি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কলকাতা যাওয়ার পথে একদল রামভক্ত তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ করছেন পেশায় মাদ্রাসা শিক্ষক শাহরুখ। ওই যুবকের অভিযোগ, চলন্ত ট্রেনে একদল যুবক ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিচ্ছিলেন। ট্রেন ঢাকুরিয়া থেকে ছেড়ে যাওয়ার পর হঠাৎই ওই দলটির কয়েকজন সদস্য তাঁকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপ দেওয়া শুরু করে। কিন্তু, তিনি তাতে সম্মত না হওয়ায়, তাঁকে মারধর করা হয় এবং চলন্ত ট্রেন থেকেই ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।
শাহরুখের অভিযোগ, ট্রেনে কামরা ভরতি লোকের সামনে তাঁকে মারধর করা হলেও কেউ তাঁর সাহায্যে এগিয়ে আসেননি। শেষ পর্যন্ত পার্ক সার্কাস স্টেশনে তাঁকে নামিয়ে দেওয়া হয়। পার্ক সার্কাস স্টেশনে নামার পর স্থানীয়রা তাঁর সাহায্যে এগিয়ে আসেন। তাঁদের সাহায্যেই হাসপাতালে যান তিনি। পুলিশ জানিয়েছে, ওই যুবক জখম হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।