আফগানদের বিরুদ্ধে জোড়া রেকর্ডের সামনে বিরাট অ্যান্ড কোং৷ বিশ্বকাপে ভারতের ৫০তম ম্যাচ জয়ের পাশাপাশি ক্যাপ্টেন কোহলির দ্রুততম ২০ হাজার রানের মাইলস্টোনের হাতছানি৷ হ্যাম্পশায়ার বোলে টস জিতে আফগানদের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক বিরাট কোহলির৷ তবে দলে রয়েছেন শামি। জায়গা হলনা ঋষভের।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে আফগানিস্তান৷ তবে জয়ের গন্ধ পাননি গুলবাদিন নায়েবরা৷ পাঁচটি ম্যাচই হেরে ১০ দলের বিশ্বক্রিকেটের মেগা টুর্নামেন্টে ‘লাস্ট বয়’ আফগানিস্তান৷ আর টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থেকে আফগানদের বিরুদ্ধে মাঠে নামল কোহলি অ্যান্ড কোং৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারত কুড়ি ওভারে, ৮৪ রান করেছে।