বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন জনসংযোগ যাত্রার। তাঁর কথা মতই গোটা বাংলার সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে গতকাল বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে শুরু হল এই জনসংযোগ যাত্রার।
গতকাল যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদের নেতৃত্বে এই পদযাত্রা করা হয়। পদযাত্রা শেষে অভিষেক জানান, আজ থেকে এই পদযাত্রা শুরু হল। মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষা করাই এই পদযাত্রার অন্যতম লক্ষ্য। জনসংযোগ যাত্রার মাধ্যমে তৃণমূল বুঝিয়ে দিতে চাইছে, তারা মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
সেই সঙ্গে ভাটপাড়া ও গড়বেতায় বিজেপি–র সন্ত্রাসের প্রসঙ্গ তুলে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা গুজরাট, মুজফ্ফরনগরে সন্ত্রাস করে এসেছে তারা বাংলায় একই ঘটনা ঘটাতে চাইছেন। কিন্তু পারবেন না। বাংলার মানুষ এসব মেনে নেবে না।’
এই জনসংযোগ যাত্রা রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকা পরিক্রমা করবে। শুক্রবার বিকেলে এই যাত্রার উদ্বোধন করেন তৃণমূল যুব সভাপতি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক পরেশ পাল। এ ছাড়াও ছিলেন কেশপুর, চন্দ্রকোনা, গড়বেতা, শালবনি, ঘাটালের তৃণমূল বিধায়করা। কয়েক হাজার মানুষের সঙ্গে চন্দ্রকোনা টাউনের গাছশীতলামোড় থেকে জয়ন্তীপুর পর্যন্ত তিন কিলোমিটার পথ হাঁটেন তাঁরা। আজ শনিবার এই জয়ন্তীপুর থেকেই পুনরায় পদযাত্রা শুরু হবে। যেখানে থাকবেন জেলা নেতৃত্বরা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই পদযাত্রা ছিল চোখে পড়ার মতো। লোকসভা নির্বাচনের সময় এই এলাকাতেই পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।