‘এক মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে হবে। দলকে চাঙ্গা করতে হবে’। নদীয়ার নেতাদের সঙ্গে বৈঠকে এমনই নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তৃণমূল ভবনে নদীয়ার তৃণমূল নেতাদের সঙ্গে লোকসভা ভোটের ফল পর্যালোচনা বৈঠকে বসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকের শুরু থেকেই মমতা ছিলেন রণংদেহি মেজাজে। নাম ধরে ধরে খোঁজ খবর নেন দলের পুরনো দিনের নেতা-কর্মীদের৷ দলের পুরনো কর্মীদের ধরে রাখতে সাংগঠনিকস্তরে উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি।
সূত্রের খবর, এদিনের বৈঠকেও ‘কাটমানি’র বিরুদ্ধে সরব হন মমতা। পাশাপাশি দ্রুত দলীয় কোন্দল মিটিয়ে ফেলারও নির্দেশ দিয়েছেন তিনি। কালীঘাটের বাড়ির বৈঠক থেকে নদিয়ার সাংগঠনিক দায়িত্বে বদল করেছেন মমতা। দায়িত্ব দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, এ দিন রাজীব এবং শঙ্কর সিং-কে উদ্দেশ করে দিদি বলেছেন, “আপনারা দেখুন। যারা কাজ করছে না তাদের সরিয়ে নতুনদের দায়িত্ব দিন।” দিদির বকুনি খেতে হয় সদ্য মন্ত্রিসভায় জায়গা পাওয়া চাকদহের বিধায়ক রত্না ঘোষ করকেও।
বছর দুই পরেই বিধানসভা ভোট৷ তার আগে রাজ্যের বিভিন্ন পুরসভায় হবে নির্বাচন৷ গেরুয়া ঝড় সামলে প্রশাসনের পাশাপাশি তাই সংগঠন পোক্ত করতেই এদিনের বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।