বিশ্বকাপের মাঝেই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার থেকে অবসর নিয়েছেন ২০১১ তে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর যুবরাজ সিং। হঠাৎই তাঁর এরকম সিদ্ধান্তে হতচকিত হয়েছিলেন তাঁর ভক্ত তথা আপামর ক্রিকেটপ্রেমীরা। যদিও প্রাক্তন ও বর্তমান অনেক ক্রিকেটার এবং তাঁর সহখেলোয়াড়দের থেকে পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছাবার্তাও পেয়েছেন তিনি। এই ভালোবাসায় আপ্লুত হয়েছিলেন যুবরাজ নিজেও।
এরপরই আসন্ন গ্লোবাল টি-২০ কানাডাতে অংশগ্রহণ করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। বৃহস্পতিবার, গ্লোবাল টি-২০ কানাডার দ্বিতীয় সিজনের টরোন্টো ন্যাশানাল দলে সই করেন তিনি। এই ক্রিকেট লিগ শুরু হবে আগামী ২৫ জুলাই। বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক ১০ দিন পরেই।
এদিন ক্রিকেট লিগের জার্সি গায়ে দিয়েই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন যুবি। বার্তা দেন, ফের মাঠে নামার। ভক্তরা এই খবর পেয়ে আনন্দিতও হয়েছেন। উল্লেখ্য, টরোন্টো ন্যাশানাল দলের হয়ে মাঠে নামবেন আরও এক ভারতীয় ক্রিকেটার, মনপ্রীত সিং গনি।