বিশ্বকাপ শুরু হবার পর কেটে গেছে ২২ দিন। ব্যাটে-বলে দশ দেশের ক্রিকেটাররা মাতিয়ে রেখেছেন গোটা দুনিয়া। ফাইনাল খেলা হতে হাতে বাকি আর কিছুদিন। উত্তেজনার পারদ চড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। চলুন, একনজরে দেখে নেওয়া যাক এই চলতি মরশুমের বিশ্বকাপে সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলার কারা!
সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে প্রথমে আসেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাঁর সর্বোচ্চ রান ১৬৬, গড় ৮৯.৪০, রান ৪৪৭। দ্বিতীয় বাংলাদেশের শাকিব আল হাসাব। তাঁর সর্বোচ্চ রান ১২৪, গড় ১০৬.২৫, রান ৪২৫। তৃতীয় অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তাঁর সর্বোচ্চ রান ১৫৩, গড় ৬৬.০০, রান ৩৯৬। চতুর্থ ইংল্যান্ডের জো রুট। তাঁর সর্বোচ্চ রান ১০৭, গড় ৯১.৭৫, রান ৩৬৭। পঞ্চম ভারতের রোহিত শর্মা। তাঁর সর্বোচ্চ রান ১৪০, গড় ১৫৯.৫০, রান ৩১৯।
সেরা পাঁচ বোলারের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, পাকিস্তানের মহম্মদ আমির, ইংল্যান্ডের জোফ্রা আর্চার, নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।