গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় আমাদের চোখে একটি ছবি ধরা পড়েছে। যেখানে আমরা দেখতে পেয়েছি, একটি শ্বেত ভাল্লুক খাবারের খোঁজে শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা আমরা সত্যিই কি শুধু এটুকু দেখেছি? না, আমাদের চোখে কিন্তু এক ভয়ানক সত্যি ধরা পড়েছে। এই ছবি আসলে পৃথিবীর জীব বৈচিত্রের অবসানের প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। আর এই ছবিই বুঝিয়ে দিচ্ছে বিশ্বউষ্ণায়ন আমাদের জীবনযাত্রাকে নিঃশেষ করে দেওয়ার পথে কতটা এগিয়ে গেছে।
অতিসম্প্রতি রাশিয়ার এক শহরের রাস্তায় দেখা গেছে এক শ্বেত ভল্লুক খাবার খুঁজে বেড়াচ্ছে। সেই ছবি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গেছে সেই শ্বেত ভল্লুক এই মুহূর্তে রোগা, সাদা লোম নোংরা। দীর্ঘপথ পাড়ি দিয়ে সে শহরে এসেছে। সেই পথ নেহাত কম নয়। প্রায় দেড় হাজার কিমি।
ছবি দেখে বোঝা যাচ্ছিলো, অনেকটা পথ পেরিয়ে এসেছে সে। জানা গিয়েছে, নোংরা আবর্জনার মধ্যে খাবার খুঁজতেও তাকে দেখা গিয়েছে। এই ছবি সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত হওয়ার পরেই আলোড়ন পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এর আগেও সবচেয়ে শীতল এলাকায় থাকা এই শ্বেত ভল্লুকের না খেতে পাওয়ার ছবি প্রকাশ হয়েছিল। কিন্তু খাবারের সন্ধানে শহরে ঘুরে বেড়ানোর ছবি এবার আরও নাড়া দিয়েছে।
শ্বেত ভল্লুক বরাবরই আমুদে, শান্তিপ্রিয়। কনকনে ঠান্ডা এলাকা ছেড়ে সে কোথাও যায় না। মূলত সাইবেরিয়া অঞ্চলেই তাদের দেখা যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, “পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাদের খাবার কমছে। আর আজ সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। দীর্ঘ পথ পারি দেওয়ায় সে ক্লান্ত। চোখের গোড়ায় জলের ছাপ স্পষ্ট ধরা পড়েছে।”
তবে স্থানীয়রা জানান, এই ছবি নতুন কিছু নয়। সম্প্রতি কয়েক বছর ধরে সাইবেরিয়া থেকে খাবারের সন্ধানে এরকম বহু শ্বেত ভালুক শহরে চলে এসেছে। এই ঘটনা দিন দিন বাড়ছে।