প্রাক্তন ‘মিস ইন্ডিয়া’ উষসী সেনগুপ্তের সঙ্গে সোমবার রাতে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। শ্লীলতাহানির শিকার হন উষসী। ফেসবুকে এই ঘটনার বর্ণনা করেছেন তিনি। উষসী সেনগুপ্তকে হেনস্থার ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হল, শেখ রাহিত, ফারদিন খান, শেখ সাবির আলি, শেখ গনি, শেখ ইমরান আলি, শেখ ওয়াসিম, আতিফ খান। চারু মার্কেট থানার পুলিশ জানিয়েছে, উষসীর অভিযোগ পাওয়ার পরেই ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তার পরেই সাত জনকে পাকড়াও করে পুলিশ। ধৃতরা প্রায় সকলেই যাদবপুর এলাকার বাসিন্দা। বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
সোমবার মাঝরাতে কাজ সেরে বাড়ি ফেরার সময় একদল যুবকের কাছে হেনস্থা হওয়ার অভিযোগ জানিয়েছিলেন প্রাক্তন মিস ইন্ডিয়া মডেল-অভিনেত্রী উষসী সেনগুপ্ত। তাঁর অভিযোগ ছিল এক সহকর্মীকে নিয়ে যে উবারে চেপে তিনি বাড়ি ফিরছিলেন সেটিকে ধাক্কা মারে জনা কয়েক বাইক আরোহী। চালককে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারধর করে তারা, পাশাপাশি অসভ্যতা করে তাঁর সঙ্গেও। হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় মোবাইল।
উষসী জানান, সেই রাতে কয়েকজন বাইক আরোহীর সঙ্গে বচসার পর ময়দান থানায় যান তিনি। তবে, তাঁর অভিযোগ দায়ের করতে অস্বীকার করেন সংশ্লিষ্ট থানার পুলিশকর্মীরা। অগত্যা তাঁকে দ্বারস্থ হতে হয় চারু মার্কেট থানার। সেখানেই ওই ৭ হামলাকারী বাইক আরোহীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তবে উষসীর আক্ষেপ, তাঁর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার আগেই যদি পুলিশের তরফে চটজলদি পদক্ষেপ করা হত, তাহলে এতটা হয়রান হতে হত না তাঁকে।
উষসী সেনগুপ্তের বয়ানের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। ডিসির নেতৃত্বে এই তদন্ত কমিটি কাজ করবে। সোমবার রাতে পুলিশি পরিষেবায় সত্যিই কোনও খামতি ছিল কি না, সেটাই খতিয়ে দেখা হবে এই তদন্ত কমিটির নেতৃত্বে। সোমবার রাতে কর্তব্যরত পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিটি। তাছাড়াও চারু মার্কেট থানায় উষসী ও তাঁর উবের চালকের রেকর্ড হওয়া বয়ান শুনবে তদন্ত কমিটি। খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজও। এমনটাই জানা গিয়েছে লালবাজার সূত্রে।