নির্বাচনের সময় এই সাপ্তাহিক ছুটির প্রথা তিনি চালু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার তা করে দেখালেন। তিনি হলেন অন্ধ্রপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। আমাদের নিরাপত্তার দায়িত্ব যাঁদের কাঁধে তাঁদের জন্য কিছু অতিরিক্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করল অন্ধ্রপ্রদেশ সরকার। পুলিশ কর্মীদের জন্য সুখবর নিয়ে এলেন অন্ধ্রপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি। জগন প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বুধবার থেকে সাপ্তাহিক ছুটি পাবেন পুলিশ কর্মীরা।
সাপ্তাহিক ছুটির দাবি বহুদিন পর বাস্তবায়িত হয়েছে। এবার থেকে রাজ্যের সমস্ত পুলিশ আধিকারিক, কনস্টেবল এবং ইনস্পেক্টররা সাপ্তাহিক ছুটি পাবেন। অন্ধ্রপ্রদেশ সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, পুলিশ কনস্টেবল, হেড কনস্টেবল, অ্যাসিস্টেন্ট সাব–ইনস্পেক্টর থেকে শুরু করে সাব–ইনস্পেক্টর এবং ইনস্পেক্টররা এখন থেকে সাপ্তাহিক ছুটি পাবেন। এর ফলে ৬৭ হাজার ৮০৪ জন পুলিশ কর্মী এই সুবিধার আওতায় আসবেন।
পুলিশ কর্মীদের ওপর যে চাপ থাকে তা কমাতেই এই প্রথা চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রথা চালু করার জন্য একটি কমিটি গড়ে আলোচনা করা হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয় পুলিশ কর্মীদের সাপ্তাহিক ছুটি দেওয়া হোক। এই ঘোষণার পরই পুলিশ মহলে খুশির হাওয়া বইছে।