বিশ্ব দরবারে দেশের শিক্ষা-ব্যবস্থা যে অনেকাংশে পিছিয়ে তা জানা গেল সদ্য প্রকাশিত এক তালিকা থেকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশ্বের সেরা ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা। কিন্তু বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিতে পারেনি দেশের কোনো বিশ্ববিদ্যালয়ই। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এমনই তালিকা তৈরি করেছে গ্লোবাল হায়ার এডুকেশন কনসালটেন্সি কোয়াককোয়ারেলি সাইমনডস (কিউএস) সংস্থা।
ভারতে উচ্চশিক্ষার ক্ষেত্রে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়–আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইএসসি (বেঙ্গালুরু) বিশ্বের ২০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। আইআইটি বোম্বে ১৫২ এবং আইআইটি দিল্লি ১৮২ স্থান পেয়েছে। কিন্তু উচ্চশিক্ষায় এইসব বিশ্ববিদ্যালয় অনেক উন্নতি করেছে বলেও তালিকায় উল্লেখ করা হয়েছে। ২৩টি ভারতীয় ইনস্টিটিউটের মধ্যে ৪টি ইনস্টিটিউট ব্যাপক উন্নতি করেছে। একমাত্র ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয় ভাল স্থানে রয়েছে কিউএস সংস্থার নিরিখে।
অন্যদিকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয় এবং হাভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ জায়গা দখল করে নিয়েছে। ন্যাশানাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর এবং নায়াঙ্গ টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি একাদশ স্থানে রয়েছে বলে খবর। শিক্ষাক্ষেত্রে দেশের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাফল্য অর্জন করেছে। কিন্তু বিশ্ব দরবারের কাছে সেইসব বিশ্ববিদ্যালয় সেরা ১০০ এর মধ্যে উপনীত হতে ব্যর্থ হয়েছে। আগের তুলনায় উন্নতি হলেও সেই পর্যাপ্ত পর্যায়ে এখনও আসেনি তা এই তালিকা থেকে স্পষ্ট।