প্রথমবার কেন্দ্রের ক্ষমতা দখলের আগে কর্মসংস্থান বৃদ্ধির কথা বলেছিল মোদী সরকার৷ তা তো হয়ইনি, উল্টে আরও বেড়েছে বেকারত্ব৷ দ্বিতীয়বার ক্ষমতায় এসে সেই কর্মসংস্থানকে টার্গেট করলেও সম্পূর্ণ ভুল এক সিদ্ধান্ত নিল মোদী সরকার৷ তুলে দেওয়া হল গাড়ি চালানোর লাইসেন্স পাওয়ার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা৷
সেন্ট্রাল মোটর ভেহিকল অ্যাক্ট (১৯৮৯) অনুযায়ী পরিবাহী গাড়ি চালানোর সাইসেন্স পেতে থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা৷ এক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশের কথা উল্লেখ ছিল৷ মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রেকর তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দরিদ্র পরিবারের সদস্যদের কর্মসংস্থার বাড়াতে সরকারের বিশেষ পদক্ষেপ৷ গালি চালানোর লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ন্যূন্যতম শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়া হচ্ছে৷
কিন্তু প্রশ্ন উঠছে যেখানে গাড়ি চালানোর জন্য অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন সেখানে যদি সামান্যতম শিক্ষাগত যোগ্যতা নেই এমন কেউ গাড়ি চালক হয় তাহলে পদে পদে দূর্ঘটনার আশঙ্কা৷ শুধুমাত্র কিছু কর্মসংস্থান বৃদ্ধি করতে গিয়ে হাজার হাজার সাধারণ মানুষকে সংকটে কি করে ফেলতে পারে কেন্দ্র?
মানুষের জন্য ভালো কাজ তো কিছুই করেনি মোদী সরকার৷ উল্টে কখনও নোটবন্দী, কখনও জিএসটি-র মত ভুল পদক্ষেপে মানুষকে চরম হয়রানির মুখে ফেলেছে কেন্দ্র৷ আর এবার কার্যত মানুষের প্রাণ সংকট তৈরী করল মোদী সরকার৷