এবারের বিশ্বকাপটা যেন তাঁর কেরিয়ারের স্বর্ণযুগ। শুধুই ২ টো সেঞ্চুরি হাঁকানো নয়, এখনো পর্যন্ত বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় তাঁর নাম শীর্ষে। কালকের পর পেছনে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে। শুধুই যে ব্যাটে ধামাকা দেখাচ্ছেন, তা নয়। বোলিং এও ম্যাজিক দেখাচ্ছেন তিনি। যার জন্য নতুন করে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে গোটা বাংলাদেশ। কথা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে।
বিশ্বকাপের ৪ টি ম্যাচের ৩ ইনিংসে ব্যাট করেই দুটো সেঞ্চুরি হাঁকিয়েছেন। মোট ৩৮৪ রান করেছেন। যা এখনো অবধি ব্যক্তিগত রান সংগ্রহকারীদের মধ্যে সর্বোচ্চ। কালকের ম্যাচের পরেই তিনি গড়ে ফেলেছেন নতুন রেকর্ড। অলরাউন্ডার হিসেবে নাম লিখিয়েছেন ৬০০০ রান সংগ্রহকারী প্লেয়ারদের দলে। মাত্র ২০২ টি ওয়ানডে ম্যাচ খেলে তিনি এই রান সংগ্রহ করেছেন।
শুধু ব্যাটিং নয়, বোলিং এও বাজিমাত করেছেন তিনি। ওয়ানডেতে বল করে শিকার করেছেন ২৫০ এর বেশি উইকেট। একইসঙ্গে দুই বিভাগে এরকম কৃতিত্ব খুব কম খেলোয়াড়েরই আছে। এবার সেই দলে নাম লেখালেন তিনিও। সবথেকে কম ম্যাচ খেলে ৬০০০ রান ও ২৫০ এর বেশি উইকেট সংগ্রহ করে তিনি পেছনে ফেলেছেন শাহিদ আফ্রিদি, জ্যাক কালিস, সনৎ জয়সূর্যদের মতো প্রাক্তন ক্রিকেটারদের।