১৭ তম লোকসভার স্পিকার হচ্ছেন বিজেপি সাংসদ ওম বিড়লা। বিরোধীরাও জানিয়ে দিয়েছেন, তিনি স্পিকার হলে আপত্তি নেই। ওম বিড়লা বিজেপি সভাপতি অমিত শাহ ঘনিষ্ঠ বলে পরিচিত। বিজেপি অবশ্য এখনও স্পিকার পদের প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেনি। তবে সূত্রের দাবি, দুবারের সাংসদকেই চলতি লোকসভার স্পিকার করা হচ্ছে।
এটা গোটা পরিবারের কাছে গর্বের বিষয় বলে দাবি করে ওমের স্ত্রী বলেছেন, ‘এটা আমাদের জন্য খুবই আনন্দের ও গর্বের মুহূর্ত। তাঁকে বেছে নেওয়ার জন্য ক্যাবিনেটকে ধন্যবাদ জানাচ্ছি’।
৫৬ বছর বয়সী ওম বিড়লা একসময় বিজেপির যুব শাখার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে রাজস্থানে দলকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। এনডিএ-র মনোনীত স্পিকার পদের প্রার্থী হিসাবে ওম বিড়লার নির্বাচিত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। কারণ লোকসভায় বিজেপির একারই আসন আছে ৩০৩ টি। এনডিএ-র সব শরিক মিলিয়ে আসন পেয়েছে ৩৫০-এর বেশি। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে রাজস্থানের কোটা-বুন্দি আসনে কংগ্রেসের রামনারায়ণ মীনাকে ২.৫ লাখেরও বেশি ভোটে হারান ৫৭ বছরের ওম বিড়লা। মঙ্গলবারই অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হলেও এখনও পর্যন্ত কোনও মনোনয়ন জমা পড়েনি বিরোধীদের তরফে।
সোমবার সপ্তদশ লোকসভার বাদল অধিবেশন শুরু হয়েছে। এদিন থেকে সাংসদরা শপথ নেওয়া শুরু করেছেন। অধিবেশনের প্রথম দিনই ঘরোয়াভাবে আলোচনা হয়েছিল, কে স্পিকার হতে পারেন। ষোড়শ লোকসভায় স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন। তাঁর বয়স ৭৬। তিনি এবার নির্বাচনে প্রার্থী হননি। সোমবার বিজেপির সাংসদ বীরেন্দ্র কুমারকে প্রোটেম স্পিকার হিসাবে নির্বাচিত করা হয়। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরে তিনি অন্যান্য সাংসদকে শপথ পাঠ করান। সব মিলিয়ে ৫৪২ জন সাংসদ শপথ নেবেন। মঙ্গলবারও শপথ নেবেন তাঁদের অনেকে।