লোকসভা ভোটের আগে বাংলা থেকে বিজেপি ২৩টি সিট পাবে বলে দাবি করেছিলেন শাহ-সহ গেরুয়া শিবিরের অন্যান্য নেতা-মন্ত্রীরা। কিন্তু তা না হওয়ায় মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। ফলে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে পেরে না উঠে এবার নোংরা রাজনীতির পথ নিল তারা। এবার মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য–সহ চিঠি এসে পৌঁছল বিধাননগর পুর নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ৫ নম্বর বরো কমিটির চেয়ারপার্সন অনিতা মণ্ডলের কাছে।
অনিতা জানান, সোমবার তাঁর বাড়ির লেটারবক্সে একটি ইনল্যান্ড লেটার পাঠানো হয়। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে চিঠিতে। চিঠির নিচে একজনের নাম দেওয়া আছে, সে নিজেকে সিজে ব্লকের বাসিন্দা বলে দাবি করেছে। রয়েছে ৩টি ফোন নম্বর, এর মধ্যে ১টি মোবাইল নম্বর। রাতে এ নিয়ে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অনিতা। উল্লেখ করা নাম-ঠিকানা ভুয়ো কি না, খতিয়ে দেখছে পুলিশ।
চিঠিতে বিধাননগরের সিজে ব্লকের বাসিন্দা এক ব্যবসায়ীর নাম ও ফোন নম্বর দেওয়া ছিল। তবে ওই ব্যবসায়ী বিধাননগর কমিশনারেটকে জানিয়েছেন, চিঠিটি ভুয়ো। কারণ তিনি এ বিষয়ে কিছু জানেনই না। অন্য কেউ তাঁর নাম ব্যবহার করেছে বলে দাবি ব্যবসায়ীর। ফলে গোটা ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। বিধাননগর উত্তর থানায় এ নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর দুটি বিকৃত ছবি-সহ কুরুচিকর একই ধরনের চিঠি পান। সেই চিঠিতে বলা হয়েছিল, মমতাকে খুন করতে পারলেই মিলবে নগদ এক কোটির পুরষ্কার। আর এবারের চিঠিতে মুখ্যমন্ত্রীর সম্পর্কে করা হল কুরুচিকর মন্তব্য।