এ যেন এক অন্য বাংলাদেশ। এ যেন এক অন্য সাকিব আল হাসান। এ বারের বিশ্বকাপে যেন অন্যভাবে অন্যরূপে দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের এই তারকাকে। যেখানে বিশ্বকাপে ইংল্যান্ডের মাঠে ২৫০ রান এখনও পর্যন্ত তাড়া হয়নি, সেখানে এই প্রথম বাংলাদেশ ৩০০-র উপর রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নেয় বাংলাদেশ। নেপথ্যে অবশ্যই সাকিব আল হাসান এবং লিটন দাস।
কাল টনটনে ক্যারিবিয়ানদের রীতিমতো নাকানিচোবানি খাইয়ে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। আর সেই ম্যাচের নায়ক সাকিব এদিন ২টি উইকেট নেওয়ার পাশাপাশি ১২৪ রান করে অপরাজিত থাকেন সাকিব। একইসঙ্গে লিটন দাসও অপরাজিত ৯৪ রান করে শেষ অবধি ক্রিজে টিকে থাকেন।
এবার তাঁদের এই লড়াইকে শ্রদ্ধা জানাতে আইসিসি গ্রহণ করলো অভিনব পন্থা। কাল খেলা শেষ হওয়ার পরেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি কর্তৃপক্ষ সাকিব ও লিটনের একটি ছবি নিজেদের টুইটার হ্যান্ডেলে কভার পিকচার করে। যেই ছবির মাধ্যমে তাঁদের ২জন কেই সন্মান প্রদর্শন করে আইসিসি।
এর পরেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট ফ্যানরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন এই দুজনকে। পোস্টের কমেন্ট বক্স ভরে যায় লাখো লাখো শুভেচ্ছাবার্তায়। যার ফলে রীতিমতো আপ্লুত এই ২ ক্রিকেটার।