এক সময় তিনিই ছিলেন অন্ধ্রপ্রদেশের দন্ডমুন্ডের কর্তা। আর এখন তাঁকেই বিমানবন্দরে সাধারণ যাত্রীদের মতোই সিকিউরিটি চেকিংয়ের লাইনে দাঁড়াতে হচ্ছে। শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দরে সাধারণ যাত্রীদের মতোই তল্লাশির লাইনে দাঁড়াতে হলো অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে। এমনকী তাঁকে ভিভিআইপি গেটেও ঢুকতে দেওয়া হয়নি। বিমান পর্যন্ত সাধারণ যাত্রীদের সঙ্গেই বাসে যেতে হয়েছে। কোনও ভিভিআইপি গাড়ির বন্দোবস্ত করা হয়নি রাজ্যের এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
ক্ষমতায় আসার পর জগন্মোহন ধরাকে সড়া জ্ঞান করছেন বলে অভিযোগ করেছেন তেলুগু দেশম পার্টির নেতারা। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী চিন্না রাজাপ্পা অভিযোগ করেছেন, “চন্দ্রবাবু নাইডুর নিরাপত্তাও শিথিল করা হয়েছে। আগে জেড প্লাস পর্যায়ের নিরাপত্তায় থাকতেন তিনি। ওয়াই এস আর কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। এর আগেও বিরোধী দলনেতা হিসেবে থেকেছেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু কখনও এই ধরনের অপমানের মুখে পড়তে হয়নি তাঁকে।”
