এনআরএস কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। দিকে দিকে কর্মবিরতির ডাক দিচ্ছে চিকিৎসকরা। এক অচলাবস্থার সৃষ্টি হচ্ছে রাজ্যের পাশাপাশি সারা দেশে। এই পরিস্থিতির মধ্যেই হরিয়ানার রোহতকের পোস্ট গ্র্যাজুয়েশন অফ মেডিক্যাল সায়েন্সের এক চিকিৎসক আত্মহত্যার খবর সামনে এসেছে। প্রাথমিক তদন্তে অনুমান, বিভাগীয় প্রধানের আপত্তিকর আচরণের জেরেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন ওই ব্যক্তি।
জানা গিয়েছে, সামনেই তাঁর বোনের বিয়ে। সেই কারণে কয়েকদিন ছুটির আবেদন জানিয়েছিলেন ওঙ্কার। কিন্তু তাঁকে ছুটি দিতে রাজি হননি বিভাগীয় প্রধান। অভিযোগ, ছুটির কথা বলতে যাওয়ায় প্রকাশ্যে ওঙ্কারকে চূড়ান্ত অপমান করেন ওই ব্যক্তি। সূত্রের খবর, ঘটনার জেরে ভেঙে পড়েছিলেন ওই চিকিৎসক। মানসিক অবসাদে ভুগতে শুরু করেন তিনি। পরে বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের হস্টেলে ওঙ্কারের ঝুলন্ত দেহ দেখতে পান অন্যান্য আবাসিকরা। এরপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
হাসপাতালে অন্যান্য আবাসিক চিকিৎসকদের অভিযোগ, বিভাগীয় প্রধানের অভব্য আচরণের কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন ওঙ্কার। আবাসিক চিকিৎসকদের দাবি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অভিযুক্ত বিভাগীয় প্রধানকে। পুলিশ সূত্রে খবর, হাসপাতালের অন্যান্যদের চিকিৎসকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে অভিযুক্ত ব্যক্তিকে। এইরকম ঘটনা সত্যিই নিন্দনীয়।