সোশ্যাল মিডিয়ায় সবাই সিদ্ধ হস্ত। সেখানে যে যার নিজের মনের মত পোস্ট করে। ভুলে যায় সাইবার ক্রাইম নামক এক বস্তু আছে। আর এইবার সেই ভুলের এইবার মাশুল দিতে হল ছত্তিশগড়ের রাজনন্দগাওঁ জেলার বাসিন্দা মঙ্গেলাল আগরওয়ালকে। সোশ্যাল মিডিয়ায় ভুল খবর ছড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হল ৫৩ বছরের ওই ব্যক্তিকে।
গতকাল মঙ্গেলাল আগরওয়ালকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে রাজ্য সরকারের বিরুদ্ধে অপমানজনক অভিযোগ তুলেছিলেন। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ছত্তিশগড় সরকার একটি ইনভার্টার কোম্পানির থেকে অনেক টাকা খেয়েছে। ওই কোম্পানি ও সরকারের মধ্যে চুক্তি হয় যে, প্রত্যেকদিন ঘন্টায় ১০-১৫ মিনিট লোডশেডিং থাকবে রাজ্যজুড়ে। লোডশেডিংয়ের সময় আরও বাড়তে থাকলে মানুষ বাধ্য হয়ে ইনভার্টার কিনবেন। তাতে বিক্রি বাড়বে।’
ভিডিওটি ছড়িয়ে পড়তেই রাজ্য সরকার নড়েচড়ে বসে। ছত্তিসগড় পাওয়ার হোল্ডিং কোম্পানি লিমিটেড ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় মঙ্গেলাল আগরওয়ালকে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ১২৪এ এবং সরকারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের ৫০৫/১/২ ধারায় মামলা চলবে।
ছত্তিশগড়ে কংগ্রেসের মুখপাত্র আরপি সিংহ জানান, ‘সরকারকে মিথ্যে দোষারোপ করা হচ্ছে। যদি তাঁর কাছে কোনও প্রমান থাকে তাহলে তিনি সেই প্রমান দেখান। বিজেপি এসব মিথ্যে খবর রটাচ্ছে। মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁদের।’ সোশ্যাল মিডিয়া ব্যবহারের সতর্কীকরণগুলো প্রত্যেক মানুষের মাথায় রাখা উচিত, যাতে এমন কোনো ভুলের জন্য তাঁদের হয়রানি হয়।