কোপা আমেরিকা শুরুর দিনেই ফুটবলের বিশ্ব র্যাঙ্কিং প্রকাশিত করা হল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার তরফে। যেখানে প্রথম ১০০-এর মধ্যে জায়গা হয়নি ভারতের। ভারতের স্থান ১০১ এই। থাইল্যান্ডে কিংস কাপে তৃতীয় স্থান অর্জন করার পরেও সেই একই জায়গা ধরে রাখল সুনীল ছেত্রী & কোং। র্যাঙ্কিং পয়েন্টও সেই একই রয়েছে ভারতীয় দলের। এই মুহূর্তে ১২১৯ পয়েন্ট রয়েছে ভারতীয় ফুটবল দলের ঝুলিতে। তবে এশিয়ার দেশগুলির মধ্যে ১৮ নম্বর জায়গাটি পাকা করে নিয়েছে ভারতীয় দল।
অন্যদিকের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর একলাফে দুটি ধাপ এগিয়ে পাঁচ নম্বরে চলে এসেছে পর্তুগাল। ব্রাজিল তৃতীয় স্থান নিজের দখলে রেখেছে। দ্বিতীয় পজিশনে আসে বিশ্বকাপজয়ী দেশ ফ্রান্স। তবে চলতি বছরে র্যাঙ্কিংয়ের নিরিখে তাক লাগিয়ে দিয়েছে বেলজিয়াম। ফ্রান্সকে হারিয়ে প্রথম জায়গাটি পাকা করে নিয়েছে তারা। কিন্তু সবথেকে আশ্চর্যের, ফিফা প্রকাশিত বিশ্ব র্যাঙ্কিং এ প্রথম দশে জায়গা হয়নি মেসি-আগুয়েরোর আর্জেন্টিনার। ১১ তম স্থানে রয়েছে তাঁরা।
