গত বুধবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহম্মদ আমিরের দুর্দান্ত বোলিং সত্ত্বেও জিততে পারেনি পাকিস্তান। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৫ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন একসময় স্পট ফিক্সিং কান্ডে জড়িয়ে যাওয়া এই আমির। পাকিস্তানের এই বোলিং ফর্ম ভারতকে কড়া বার্তা দিয়ে রেখেছে। কিন্তু তাঁদের ব্যাটিংটাই যে ঠিকমতো ক্লিক করছে না। যার ফলে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হারতে হয়েছে সরফরাজ বাহিনীকে। পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ তা মেনেও নিয়েছেন। তবে তিনি ভেঙে পড়তে রাজি নন। তিনি বলে দিয়েছেন, “ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বড় ম্যাচ। আমরা সেখানে সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
পাক অধিনায়ক বিলক্ষণ জানেন ভারতীয় ব্যাটিং কতটা শক্তিশালী। আর বোলিংও ভাল। বুমরা, ভুবনেশ্বর ছন্দে আছেন। চাহাল উইকেট তুলে নিচ্ছেন। তাই পাক ব্যাটিং কিন্তু আগামী রবিবার চাপে থাকবে যথেষ্টই। তার উপর ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তান কখনও হারাতে পারেনি ভারতকে। যা বাড়তি চাপ আনছে শিবিরে। অজি ম্যাচ হারের পর সরফরাজ বলেন, ” ম্যাচ হেরে ভীষণই হতাশ। ১৫ বলের ব্যবধানে তিন উইকেট হারানোটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে পজিটিভ বিষয় হল শেষের দিকে হাসান আলি, ওয়াহাব রিয়াজ ভাল ব্যাট করেছে। জেতার জন্য ওরা লড়াই করেছে। তবে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।”
বোলারদের নিয়েও তাঁর গলায় ঝরে পড়েছে প্রশংসা। তিনি বলেন, “আমির ছাড়া বাকিরাও ভাল বল করেছে। অস্ট্রেলিয়ার মতো দলকে ৩০৭ রানে বেঁধে ফেলার কৃতিত্ব পুরোটাই বোলারদের। তবে শুধু বোলার নয়, ভারত ম্যাচে ভাল কিছু করতে হলে প্রথম চার ব্যাটসম্যানকে বাড়তি দায়িত্ব নিতে হবে।” আগামী রবিবারের ভারত-পাক ম্যাচ নিয়ে পাকিস্তান শিবিরও যে ভেতর ভেতর ফুটছে, তা বলাই বাহুল্য।