মাদের সমাজে আজও বহুবিবাহ গ্রাহ্য নয়। কেউ একের বেশি বিয়ে করলেই তাঁকে সমাজের বাঁকা নজরের সম্মুখীন হতে হয়। এই সমাজেই এক অনন্য নজির গড়ল কেরালার এক যুবক। মায়ের পুনর্বিবাহ ফেসবুকে সেলিব্রেট করল ছেলে।
কেরালার কোল্লামের ইঞ্জিনিয়ার গোকুল শ্রীধর। ফেসবুকে মায়ের দ্বিতীয় বিয়েতে অভিনন্দন জানিয়েছেন তিনি। মায়ের একটি ছবি পোস্ট করে মালায়লমে লিখেছেন, ‘আমার মায়ের বিয়ে। এই পোস্টটা করার আগে অনেক ভাবনাচিন্তা করেছি। পুনর্বিবাহ নিয়ে এখনও অনেকের মধ্যে ট্যাবু রয়েছে।’
গোকুল আরও জানিয়েছেন, তাঁর বাবা তাঁর মায়ের ওপর অকথ্য অত্যাচার করতেন। বাধ্য হয়ে তাঁদের বাড়িও ছাড়তে হয়। তাঁর ও তাঁর মায়ের বাড়ি ছাড়ার কথা বলতে গিয়ে গোকুল লিখেছেন, ‘যখন মায়ের হাত ধরে ওই বাড়ি ছাড়ি, তখনই ঠিক করেছিলাম মাকে বিয়ে দেব। আমার জন্য নিজের যৌবন ত্যাগ করেছিলেন মা। তাঁর অনেক স্বপ্ন ছিল। আর কিছু বলার নেই। আমি এটা গোপন রাখতে চাই না। শুভ বিবাহিত জীবন, মা।’
মায়ের প্রতি তাঁর বাবার অকথ্য অত্যাচারের কথা বলতে গিয়ে একটি ঘটনাও তাঁর পোস্টে তুলে ধরেছেন গোকুল। লিখেছেন, ‘একবার দেখেছিলাম, বাবার হাতে হেনস্থার পর তাঁর মাথা থেকে রক্ত ঝরছে। তাঁকে জিগগেস করেছিলাম, কেন সহ্য করছো? তখন মা কী বলেছিলেন, তা মনে আছে। তিনি বলেন, তিনি আমার জন্যই বাঁচছেন। আর এ জন্য আরও অনেক কিছু সহ্য করতে তৈরি আছেন।’
গোকুল ফেসবুকে এই ছবি দিতেই তা এক নিমেষে ভাইরাল হয়। যেভাবে মায়ের দ্বিতীয় বিয়ে উদযাপন করেছেন তিনি, যেভাবে মাকে এগিয়ে দিলেন তাঁর নতুন জীবনের দিকে, এর জন্যে তাঁকে ধন্য ধন্য করছে সোশ্যাল মিডিয়া।