দুদিন ব্যাপি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্তব্ধ হয়ে গেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। অবহেলিত হচ্ছে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও তাঁদের পরিজনরা। আজ তাই বিভিন্ন হাসপাতালের সুপারদের সহযোগিতায় স্বাভাবিক পরিস্থিতিতে ফেরার পথে হাসপাতালগুলো। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পর তালা ভাঙা হল উত্তর ২৪ পরগণার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ হাসপাতাল সুপারের নির্দেশে পুলিশের উপস্থিতিতে জরুরি বিভাগের গেটের তালা ভেঙে চালু করা হয় জরুরি পরিষেবা৷
রাজ্যের অন্যান্য হাসপাতালগুলির মতো উত্তর ২৪ পরগণার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত মঙ্গলবার থেকে চলছে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ। যার জেরে এই হাসপাতালে সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে চিকিৎসা পরিষেবা। রোগী ও তার পরিজনেরা ধৈর্য হারিয়ে বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ করে বিটি রোডের কামারহাটি মোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘরিয়া থানার পুলিশ। তাঁদের হস্তক্ষেপে উত্তেজিত জনগণ পিছু হটে। উঠে যায় অবরোধ।
সাগর দত্ত হাসপাতালে উত্তেজনা থাকায় রয়েছে পুলিশ পিকেট। যাতে নতুন করে কোন রকম অশান্তি না ছড়ায় সেজন্য বেলঘরিয়া থানার পুলিশ ওই হাসপাতালে নজরদারি রেখেছে। এরপর হাসপাতাল সুপারের নির্দেশে পুলিশের উপস্থিতিতে জরুরী বিভাগের গেটের তালা ভেঙ্গে চালু করা হয় জরুরী পরিষেবা। এনআরএসে জুনিয়র ডাক্তারদের ওপর হামলা নিন্দনীয় ঘটনা। তবে তার পরিপেক্ষিতে স্বাস্থ্য পরিষেবার মতো জরুরি পরিষেবা এভাবে অবরুদ্ধ হলে অন্যান্য রোগীদের চিকিৎসার অবহেলাও বাঞ্চনীয় নয়।