শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রীদের ঈশ্বরের নামে শপথ নেওয়াই ছিল এতদিনকার রীতি। তবে এবার এর ব্যতিক্রম দেখলো অন্ধ্রপ্রদেশের মানুষ। ঈশ্বরের নামে শপথ নেওয়ার পরিবর্তে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি-র প্রধান জগন্মোহন রেড্ডির নামে শপথ নিলেন নবনির্বাচিত বিধায়ক। গত কয়েক বছরে দেশের কোনও জায়গায় এমন ঘটনা নজিরবিহীন।
দলের নেতার প্রতি তাঁর সন্মান প্রকাশ করতেই এমন অভিনব পদক্ষেপ গ্রহণ করলেন নেল্লোর রুরালের বিধায়ক কোটামরেড্ডি শ্রীধর রেড্ডি। যদিও মুখ্যমন্ত্রীর নামে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই প্রোটেম স্পিকার সম্বাংগি আপ্পালা নাইডু শ্রীধর রেড্ডিকে ঈশ্বরের নাম উল্লেখ করতে বললে, তিনি ফের ঈশ্বরের নাম নিয়েই শপথ গ্রহণ করেন।
আবেগের বশেই নিয়ম ভেঙে এমন কাজ করেছেন বলে জানিয়েছেন অন্ধ্রের এই বিধায়ক। তিনি বলেন, “আমি গরিব পরিবার থেকে এসেছি। কোনও রাজনৈতিক বা আর্থিক ব্যাকগ্রাউন্ড ছিল না। তিনি আমাকে ২ বার বিধায়ক করলেন। তাঁর সঙ্গে আমার আবেগ জড়িয়ে। কোনও পোস্টের জন্য তাঁর নামে শপথ নিইনি। গত পাঁচ বছরে আমার বেতন গরিব ছাত্রদের দিয়ে দিয়েছি।” এর দ্বারা তিনি মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর সন্মান প্রদর্শন করেছেন, এমনটাই জানিয়েছেন বিধায়ক।