নিখোঁজ হয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছিল মঙ্গলবারই। আজ বৃহস্পতিবার, এএন-৩২ বিমানের কোনও যাত্রী বেঁচে নেই বলে জানিয়ে দিল বায়ুসেনা। নিখোঁজ বিমানের ১৩ জন যাত্রীদের পরিবারকে সেইমতো জানানো হয়েছে। বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বায়ুসেনা।
গত ৩ জুন ১৩ জনকে নিয়ে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার এএন-৩২ বিমান। অসমের জোরহাট থেকে উড়েছিল এই বিমানটি। যাওয়ার কথা ছিল অরুণাচলের মেনচুকাতে। তবে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ১ সপ্তাহ কোনও হদিশ মেলেনি বিমানটির। গত মঙ্গলবার অরুণাচলের লিপো থেকে ১৫-২০ কিলোমিটার উত্তরে একটি জনমানসহীন অঞ্চলে গভীর জঙ্গলের মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ মেলে।
মঙ্গলবার নিখোঁজ হওয়ার পর থেকেই বিমানটির খোঁজে তল্লাশি চালিয়েছিল বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার। তখনই পুড়ে যাওয়া গাছপালা এবং বিমানের ধ্বংসাবশেষ চোখে পড়ে। তবে দুর্গম এলাকায় হেলিকপ্টার নামানোয় সমস্যা হওয়ায়, সেনা উদ্ধারকারী দলকে এয়ারড্রপ করা হয়। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলে পৌঁছন তারা।
বিশেষজ্ঞদের মতে, অরুণাচলের দুর্গম পার্বত্য এলাকায় ভেঙে পড়েছিল বিমানটি। ভেঙে পড়ার সাথে সাথেই আগুনে জ্বলে গিয়েছিল সেটি। তখনই মৃত্যু হয় যাত্রীদের। আশপাশের ঝলসে যাওয়া গাছ থেকে এমনটাই অনুমান করছেন বিশেষজ্ঞরা।