পুলওয়ামা হামলার পরই সন্ত্রাসবাদীদের ঘরে ঘরে ঢুকে মারা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এবার জানা গেল খোদ বিজেপি শাসিত রাজ্যেই ঘাঁটি গেড়ে রয়েছে সন্ত্রাসবাদীদের দল! হ্যাঁ, ভারতের বুকে বড়সড় হামলার প্রস্তুতি নিয়েছে লস্কর-ই-তইবা৷ এবং সে কারণে নির্দিষ্ট একটি জায়গায় ঘাঁটি গেড়ে স্থানীয় ছেলেদের সংগঠনে টেনে আনা এবং উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে নাশকতা ঘটাতে তাদের ব্যবহারের ছক কষছে তারা৷ আর গোয়েন্দা রিপোর্ট বলছে, যোগী রাজ্য উত্তরপ্রদেশের ফৈজাবাদ ও গোরক্ষপুরে তৈরি হচ্ছে লস্করের দুটি ঘাঁটি! এ খবর প্রকাশ্যে আসতেই বেজায় অস্বস্তিতে পড়েছে যোগী-মোদী-সহ গোটা গেরুয়া শিবিরই।
কেন উত্তরপ্রদেশকেই বেছে নিয়েছে লস্কর? এর অনেক কারণ উঠে এসেছে গোয়েন্দা রিপোর্টে৷ ভারতে হামলার প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে লস্করের শীর্ষ কমান্ডার মহম্মদ উমর মাদনিকে৷ এই মাদনির উপর রয়েছে নেপালের কপিলাবস্তুতে থাকা লস্করের বেস ক্যাম্পের দায়িত্ব৷ নেপালে সংগঠনের আড়ালে একটি এনজিও চালায় সে৷ সেই এনজিও তে প্রচুর বিদেশি অনুদান আসে৷ যা ব্যবহৃত হয় জঙ্গী কার্যকলাপে৷ এবার সেই মাদনিকে উত্তরপ্রদেশে সংগঠনকে শক্তিশালী করার দায়িত্বে নিয়ে আসা হয়েছে৷ আর উত্তরপ্রদেশের ঠিক কাছেই নেপাল সীমান্ত৷ ফলে সীমান্ত পেরিয়ে খুব সহজেই সে দুই দেশে যাতায়াত করতে পারবে৷ আর উত্তরপ্রদেশে সর্ববৃহৎ ধর্মীয় সংখ্যালঘু হল মুসলিমরা৷ ফলে ধর্মীয় বিদ্বেষের তাস খেলে মুসলিম যুবকদের সংগঠনে টেনে আনা সহজ হবে মাদনির৷
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, লস্করের প্ল্যান হল জঙ্গী ঘাঁটি তৈরির পর স্থানীয় ছেলেদের ব্রেনওয়াশ করে সংগঠনে টেনে আনা৷ এরপর পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে তাদের জঙ্গী তৈরি করা৷ প্রশিক্ষণ প্রাপ্ত এই নয়া জঙ্গিদের মাধ্যমে ক্ষত বিক্ষত হবে ভারত৷ তবে লস্করের কর্মকাণ্ড কেবল উত্তরপ্রদেশে সীমাবদ্ধ থাকবে না৷ এর পরিধি আরও ছড়িয়ে যেতে পারে৷ রিপোর্টে বলা হয়েছে, এই বছরের শুরুতে মাদনি কলকাতা এবং বিহারে এসেছিল৷ বিহারের দ্বারভাঙাতে ঘন ঘন যাতায়াত করেছে সে৷ এতে গোয়েন্দাদের অনুমান, উত্তরপ্রদেশ এবং বিহারে নিজেদের শক্তি বাড়াতে চায় লস্কর৷ হয়তো ভবিষ্যতে দ্বারভাঙাতে ঘাঁটি তৈরি করতে পারে তারা৷ স্বাভাবিকভাবেই গোয়েন্দা রিপোর্টে মুখ পুড়েছে উত্তরপ্রদেশ সরকারের পাশাপাশি কেন্দ্রেরও। কারণ এ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে, মুখে বড় বড় বুলি আওড়ালেও আসলে জঙ্গী দমনে ব্যর্থ মোদী।