গ্রামে স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দিতে ১৫ হাজার সঞ্চালককে কাজে লাগানো হবে বলে সিদ্ধান্ত নিল পঞ্চায়েত দফতর৷ এবার মাত্র ১৫০০ টাকা ভাতার বিনিময়ে সঞ্চালক নিচ্ছে রাজ্য৷
জানা গিয়েছে, প্রতি গ্রাম পঞ্চায়েতে ১ জন সঞ্চালকের অধীনে একটি উপসমিতি তৈরি করা হবে৷ পঞ্চায়েতের নির্বাচিত সদস্যই হবেন সঞ্চালক। কীভাবে নারী ও শিশু কল্যাণ থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের পরিষেবা ওই উপসমিতিতে পৌঁছে দেবেন তাঁরা৷ প্রশিক্ষণ দেবে রাজ্য পঞ্চায়েত দফতর। ইতিমধ্যে রাজ্যস্তরে ৯২ জন প্রশিক্ষক নিয়োগ হয়ে গিয়েছে। সঞ্চালকরা সাম্মানিক পারেন ১৫০০ টাকা৷ উপসমিতিতে থাকবেন গ্রাম পঞ্চায়েতের ৪ জন নির্বাচিত সদস্য৷