গত ১৪ ফেব্রুয়ারি যে রক্তাক্ত হয়েছিল পুলওয়ামা, সেই পরিস্থিতি আজও বয়ে চলে ভূস্বর্গ৷ আজ কাশ্মীরের অনন্তনাগ ফের কেঁপে উঠল জঙ্গী হামলায়৷ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন সিআরপিএফ জওয়ান শহিদ৷ নিকেশ হয়েছে এক জঙ্গীও৷
দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সিআরপিএফ জওয়ানদের ওপর সন্ত্রাসবাদী হামলা চলে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে৷ কেপি রোডের বাস স্ট্যাণ্ডের কাছে এই হামলা হয়৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তিন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন৷ আরও দুজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি৷ সিআরপিএফের টহলদারি টিমের ওপর এই হামলা চলে৷
বুধবার দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ব্যস্ত কেপি চকের কাছে বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিলেন সিআরপি জওয়ানরা। সেই সময় মোটরসাইকেলে চড়ে সেখানে হাজির হয় দু’জন জঙ্গি। কালো কাপড়ে মুখ ঢাকা ছিল তাদের। জওয়ানদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। ছোড়া হয় গ্রেনেডও।