বিতর্ক যেন পিছুই ছাড়ছে না মোদীর বন্দে ভারতের। পুলওয়ামা হামলার পর পরই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল পাথর। যাতে ভেঙে গিয়েছিল ট্রেনের জানলা। এমনকী যাত্রা শুরুর দিনেই বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা লেগে আহত হয়েছিল একটি গরু। সে দিন দেড় ঘন্টা লেট করে ট্রেনটি। আর এবার দেশের নাম্বার ওয়ান এক্সপ্রেস ট্রেনে পচা খাবার পরিবেশনের অভিযোগ উঠল। যাত্রীদের অভিযোগ রবিবার বারাণসী থেকে নয়া দিল্লী যাওয়ার সময় কানপুরের কাছে ট্রেনে পচা ভাত পরিবেশন করা হয়। বাদ পড়েননি ট্রেনের যাত্রী কেন্দ্রীয় মন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতিও। যা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
জানা গেছে, ভিভিআইপি ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে কানপুরের পাঁচতারা হোটেল ল্যান্ডমার্কের খাবার পরিবেশন করা হয়। রবিবার বারাণসী থেকে দিল্লী যাওয়ার সময় কানপুর ট্রেন দাঁড়ালে যাত্রীদের খাবার পরিবেশন করা হয়। ট্রেনে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধিকা নিরঞ্জন জ্যোতি। কয়েকজন যাত্রী তাঁদের খাবার নিয়ে মন্ত্রীর কাছে পৌঁছে যান। বলেন, খাবার থেকে পচা গন্ধ বেরোচ্ছে। এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন তিনি। বিষয়টি রেলমন্ত্রীর কানে উঠতেই তড়িঘড়ি তদন্তে নামেন আইআরসিটিসি-র ম্যানেজিং ডিরেক্টর এমপি সিং। ঘটনার তদন্তে আজ কানপুর স্টেশনে পৌঁছেছে বিশেষ তদন্তকারী দল। কারও গাফিলতি পাওয়া গেলে শাস্তি হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।
আইআরসিটিরর জেনারেল ম্যানেজার বলেন, যাত্রীদের অভিযোগ পেয়েছি। তদন্ত রিপোর্ট যাত্রীদের পাঠানো হবে। খাবার সত্যিই পচা হলে সরবরাহকারীর লাইসেন্স বাতিল করে তাকে জরিমানা করা হবে। উল্লেখ্য, উদ্বোধনের দিনেও কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়েছিল বন্দে ভারত। বারাণসী থেকে দিল্লী ফেরার পথে রাজধানীর ২০০ কিলোমিটার আগেই বিকল হয়ে যায় ওই ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ। ট্রেনের কন্ট্রোল সিস্টেমে গন্ডগোলের কারণে সাংবাদিক এবং সরকারি আধিকারিক-সহ যাত্রীদের অন্য একটি ট্রেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আর এবার কেলেঙ্কারি বাঁধল পচা খাবার পরিবেশন নিয়ে।