বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার তুরস্কের কিছু হ্যাকার এই কাজটা করে। হ্যাকাররা প্রোফাইল পিকচারে অমিতাভের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি লাগিয়ে দেয়। এবং অমিতাভের পরিচয়ে লেখা হয়, “অভিনেতা….অন্তত কেউ তো তেমনই বলে। পাকিস্তানকে ভালোবাসি।” এ ছাড়া ভারত বিরোধী স্লোগানও লেখা হয় সেখানে। অবশেষে নিজের টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলতে বাধ্য হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। অমিতাভের অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে একটা টুইটে লেখা হয়, “ভারত এই রমজান মাসে মুসলিমদের উপর অত্যাচার করছে। মহম্মদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে সবার সমর্থন চাইছি।”
তবে এটাই প্রথম নয়, এর আগে বলিউডের আরেক অভিনেতা শাহিদ কপূরের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়। শাহিদ ও মীরার দ্বিতীয় সন্তান জন্মের সময় এই টুইটার হ্যাক করে সেখানে লেখা হয় তুরস্কের সুলতান আলাউদ্দিন খিলজি বর্বর ছিলেন না। তাঁর আগেই পদ্মাবত ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ। তাই জন্যই হয়তো তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে এই কথা লেখা হয়েছিল।
অমিতাভের টুইটারে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দুটো ছবিও আপলোড করে হ্যাকাররা। সেখানে লেখা হয়, ‘ইমরাক খানকে ভালোবাসি।’ এ ছাড়াও পাকিস্তান ও তুরস্কের পতাকার ইমোজিও দেওয়া হয় সেখানে। তবে খবর পেওয়ার পরেই ব্যবস্থা নেন অমিতাভ বচ্চন। তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলেন। সংবাদমাধ্যমের মাধ্যমে সবার কাছে সেই খবরও পৌঁছে দেন।