শেষ দফার ভোটের আগে অমিত শাহের রোড শো কে ঘিরে অশান্তির জেরে উত্তাল হয়েছিল বিদ্যাসাগর কলেজ চত্বর। বিজেপির গুণ্ডাবাহিনীর তান্ডবের শিকার হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি। তারপরেই ভেঙে যাওয়া বিদ্যাসাগরের মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই কথা রাখলেন তিনি। এদিন হেয়ার স্কুলে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। এরপর মূর্তি পদযাত্রা করে নিয়ে যাওয়া হবে বিদ্যাসাগর কলেজে। সেই মিছিলের পুরোভাগেও থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
প্রসঙ্গত, শেষ দফার ভোটের আগে অমিত শাহের রোড শো ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট-বিধান সরণি চত্বর। তৃণমূল-বিজেপির সংঘর্ষের পরিস্থিতির মধ্যেই জানা যায়, একদল উন্মত্ত জনতা বিদ্যাসাগর কলেজে ঢুকে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে সরাসরি অভিযোগ ওঠে অমিত শাহের মিছিলে যাঁরা ছিলেন তাঁরাই মূর্তি ভেঙেছেন। মুখ্যমন্ত্রী সেই রাতেই ছুটে যান বিদ্যাসাগর কলেজে। এই ইস্যুতে রাজ্য রাজনীতি গরম হয়ে ওঠে। নিন্দায় সরব হয় সব মহল। তবে এরপরই ড্যামেজ কন্ট্রোল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, পঞ্চধাতুর বিদ্যাসাগরের মূর্তি বসাবেন।
কিন্তু যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙে বাংলার মানুষ কে অপমান করেন তাঁদের দেওয়া মূর্তি বাংলার মুখ্যমন্ত্রী কোনো দিনই গ্রহণ করবেন না। আর তাছাড়াও বাংলা পারে ঈশ্বরচন্দ্রের মূর্তি বানাতে। তাই তখনই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, ভোট মিটলেই সসম্মানে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। এদিন নিজের দেওয়া সেই প্রতিশ্রুতিই রাখলেন মমতা।